অনলাইন ডেস্ক
ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার সৈন্য নিহত কিংবা আহত হয়েছে বলে দাবি করেছেন নরওয়ের সেনাপ্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন। এ ছাড়া ইউক্রেনের প্রায় এক লাখ সৈন্য হতাহত এবং ৩০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
রোববার টিভি টু'কে দেওয়া সাক্ষাৎকারে নরওয়ের সেনাপ্রধান এমন দাবি করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার সীমান্তবর্তী দেশ নরওয়ে ১৯৪৯ সালে ন্যাটোর প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সামরিক জোটের সদস্য।
গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের কর্তৃপক্ষ যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
তবে 'টিভি টু'কে দেওয়া এক সাক্ষাৎকারে নরওয়ের সেনাপ্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন বলেন, যুদ্ধে রাশিয়ার প্রায় ১ লাখ ৮০ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে।
তবে এই সংখ্যা কীভাবে হিসাব করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নরওয়ের সেনাপ্রধান।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধে ইউক্রেনের সম্ভবত এক লাখের বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। এর পাশাপাশি দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছে।
এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছিলেন, যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ইউক্রেনের হতাহত সৈন্য সংখ্যাও সম্ভবত একই রকম।
তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.