আজকের ক্রাইম ডেক্স : নিজের চেয়ে দ্বিগুণ বয়সের নারীকে বিয়ে করেছিলেন ২৮ বছর বয়সী মোহাম্মদ জামিল। ওই নারীর নাম রাবেয়া খাতুন (৫০)।
তবে বিয়ের ৯ মাসের মাথায় সন্তান নিতে রাজি না হওয়ায় স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন রাবেয়া। চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ৪ নম্বর রোড়ের পানির ট্যাংকির কাছে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী মোহাম্মদ জামিল ঘটনার পর থেকেই পালাতক রয়েছেন। অভিযুক্ত জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পেশায় ভাঙারি ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ৯ মাস আগে হাটহাজারীর রাবেয়া খাতুনের সঙ্গে জামিলের বিয়ে হয়। টিনশেড বাসায় ভাড়া থাকতেন জামিল-রাবেয়া।
জামিল বয়সে যুবক হলেও তার স্ত্রীর বয়স ছিলো দ্বিগুণ। এটি রাবেয়া বেগমের দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।
প্রতিবেশীরা জানান, কিছুদিন ধরে বাচ্চা নেওয়া নিয়ে জামিল-রাবেয়ার ঝগড়া চলছিলো। জামিল বাচ্চা নিতে চাইলেও রাবেয়া রাজি ছিল না।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ নিয়ে দুজনের মধ্যে আবারো ঝগড়ার এক পর্যায়ে জামিল তার স্ত্রী রাবেয়ার গলায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। সে সময় জামিল পালিয়ে যায়।
এ বিষয়ে হালিশহর থানার ওসি মো. জহির উদ্দিন জানান, পারিবারিক ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীর গলায় চাকু চালিয়ে দেন।
আহত অবস্থায় ওই নারীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা যান। অভিযুক্ত স্বামী জামিল পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.