আজকের ক্রাইম ডেক্স : গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত শ্রমিকরা। এ সময় কয়েকটি বাসে ভাংচুর চালান তারা।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী গার্মেন্টস্ শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা। সেখানে তারা কয়েকটি গাড়িতে ভাংচুর করেন। তবে শ্রমিক নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা যায়।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.