বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ৩৫ কেজি গাঁজা সহ শাকিল (২১) ও লিমন (২৫) নামের দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে বাউফল থানা পুলিশ।
গোপন সংবাদ পেয়ে সোমবার (৯ জানুয়ারী) সকালে বাউফলের কারখানা লঞ্চঘাট এলাকা থেকে গাঁজা সহ তাদেরকে আটক করা হয়েছে। এ সময় ওই ক্রয় কৃত গাঁজা ব্যবসার সাথে জড়িত সাইফুল (৩০) ও তার ভাই রাজিব পালিয়ে যায়।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা টু পটুয়াখালী লাইনের জামাল – ৫ লঞ্চে বড় ধরনের মাদক (গাঁজা) চালান বাউফল উপজেলার কারখানা লঞ্চঘাটে নামবে।
গোপন সংবাদে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুনের নেতৃত্বে সোমবার (৯ জানুয়ারী) সকালে অভিযান চালিয়ে দুই বস্তা (৩৫ কেজি) গাঁজা সহ ব্যবসায়ী বিরপাশা গ্রামের মজিবুর রহমানের ছেলে শাকিল (২১) সহ গাঁজার বস্তা বহনকারী আটো ড্রাইভার আমিরাবাদ গ্রামের নজরুল ইসলাম ওরফে কুট্রি’ সরদারের ছেলে লিমন (২৫) কে আটক করা হয়।
পুলিশের উপস্থিতির টের পেয়ে ওই ক্রয় কৃত গাঁজা ব্যবসার সাথে জড়িত কনকদিয়া ইউনিয়নের বৈলতলী গ্রামের আবুল প্যাদার ছেলে সাইফুল (৩০) ও তার ভাই রাজিব পালিয়ে যায়।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আল মামুন নলেন গোপন ভিত্তিতে কারখানা লঞ্চঘাট এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা সহ দুজনকে আটক করা হয়। মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে। অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.