আজকের ক্রাইম ডেক্স : দাঁত দিয়ে ১৫ হাজার কেজি ওজনের ট্রাক টেনে গিনেস বুকে নাম লিখিয়েছেনে আশরাফ মাহরৌশ মহম্মদ সুলিমান নামের এক ব্যক্তি। মিশরের ইসলামিয়া অঞ্চলে ২০২১ সালের ১৩ জুন তিনি এই রেকর্ডটি করেন।
তবে দুদিন আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে কয়েক লাখ লাইক-শেয়ার হয়েছে।
নিজেদের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও ক্লিপটি শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মিশরের রাস্তায় দাঁত দিয়ে একটি ট্রাককে টেনে নিয়ে চলেছেন সুলিমনা নামের ওই ব্যক্তি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানা গেছে, আশরাফ মাহরৌশ মহম্মদ সুলিমান বিশ্বরেকর্ড করার জন্য নয়, ব্যক্তিগত অ্যাচিভমেন্টের জন্যই কাজটি করেছিলেন।
গিনেসের পোস্টে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, সবচেয়ে ভারী (১৫,৭৩০ কেজি) যানবাহনকে দাঁত দিয়ে টেনে দেখানোয় রেকর্ড গড়েছেন সুলিমান।
এক নেটিজেন লিখেছেন, ‘আমার তো জানতে ইচ্ছে করছে এই ব্যক্তির দন্তবিশেষজ্ঞটি কে?’ আরেক ইউজার লিখেছেন, ‘পাগল করা ভিডিও। এতো শক্তি কোথায় পেলেন এই ব্যক্তি?’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.