রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;
বরিশালের বানারীপাড়ার বাইশারীতে ভেকু দিয়ে অবৈধভাবে সন্ধ্যা নদীর তীরবর্তী বসত বাড়ির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টে মেসার্স শিরিণ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী
বলেন, উপজেলার বাইশারী গ্রামের মিন্টু মৃধা তার মালিকানাধীন মেসার্স শিরিণ ব্রিকসে ইট তৈরী করার জন্য ভেকু দিয়ে অবৈধভাবে ভাটা লাগোয়া সন্ধ্যা নদীর তীরের মাটি কাটার ফলে সেখানের বেশকিছু ফসলি জমিসহ বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার পথে রয়েছে। এ অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। এদিকে বানারীপাড়ার অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.