আজকের ক্রাইম ডেক্স ॥ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ টিকদান কার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেন।
ডা. শামসুল হক জানান, আগামীকাল ২০ ডিসেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু করছি। দেশের প্রতিটি সিটি করপোরেশন, মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা-উপজেলাসহ সব টিকাদান কেন্দ্রে অন্যান্য টিকার সঙ্গে চতুর্থ ডোজ দেওয়া হবে। এ লক্ষ্যে আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
যারা চতুর্থ ডোজ টিকা পাবেন-
স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ডোজ প্রদানের পর যাদের ৪ মাস অতিবাহিত হয়েছে তাদের চতুর্থ ডোজ দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৬০ বছর এবং তদূর্ধ্বর বয়সী জনগোষ্ঠী; দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী; স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী; গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মা।
এ ছাড়া সম্মুখসারির যোদ্ধা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বিমান, রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, সম্মুখসারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি করপোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি (সব ধর্মের), মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিসের সম্মুখ সারির সরকারি কর্মকর্তা-কর্মচারী, রেল স্টেশন, বিমানবন্দর, স্থলবন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলা ও উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসাশিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রছাত্রী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.