আজকের ক্রাইম ডেক্স : ভারতে বিষাক্ত মদ্যপানে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। এবার বিহারের সারান জেলায় বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই জেলার চাপড়া এলাকায় বিষাক্ত মদ্যপানে অনেকেই বমি শুরু করেন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে বেশ কয়েকজন মারা যান। বাকিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এদিকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যুর হয়েছে। নিহত পরিবারের সদস্যরাও একই কথা বলছেন। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবৈধ মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাই বেআইনি মদ্যপানে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.