আজকের ক্রাইম ডেক্স : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ৫ কোটি টাকার শাড়ি-শাল-লেহেঙ্গা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল টিম।
বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে বরিশালের সদর উপজেলার দপদপিয়া এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাস্মীরি শাল ও লেহেঙ্গা জব্দ করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কমান্ডার আব্দুর রহমান। তিনি জানান, জব্দকৃত কাপড়ের মধ্যে ৬ হাজার ৯০১ পিস শাড়ী এবং ২৯৯ পিস কাস্মীরি শাল ও ৪৪ পিস লেহেঙ্গা কাপড় রয়েছে। এসব মালামালের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৪ লাখ টাকা।
এ ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি বলে জানান কমান্ডার আব্দুর রহমান। তিনি বলেন, কোস্ট গার্ডের টিমের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.