আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীর কাউনিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী চুন্নুকে ফেন্সিডিলসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খানের নেতৃত্বে একটি টিম কাউনিয়া প্রধান সড়ক এলাকায় অভিযান চালায়।
এ সময় সিলেট ফ্যাক্টরি সড়ক সংলগ্ন তার বাসা (অন্ধ সংস্থার বিল্ডিং) থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী এসএম এনামুল হক চুন্নু (৪৫) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশালের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ খান বাদী হয়ে আটককৃত চুন্নুকে আসামী করে কাউনিয়া থানায় মামলা দায়ের করেছে (মামলা নং ৮)।
এদিকে মাদক ব্যবসায়ী চুন্নু আটক হওয়ায় স্বস্তি এসেছে এলাকাবাসীর মাঝে। এলাকাবাসীর অভিযোগ, মূলত ফামাসিস্ট ব্যবসার আড়ালে চুন্নু মাদক ব্যবসা করে আসছে এবং নিরাপদে মাদক ব্যবসা করার জন্য তার বাসার চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে উল্টো পুলিশের উপর নজরদারী করে চুন্নু। সূত্রে জানা গেছে, ইতিপূর্বে মাদক ব্যবসায়ী চুন্নু ঢাকায় মাদকসহ গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় এখনো দুটি মামলা চলমান রয়েছে বলেও জানা যায়। এছাড়া কাউনিয়া থানা পুলিশ ওই এলাকার মসজিদের ভেতর থেকে তাকে ফেন্সিডিলসহ আটক করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.