অনলাইন ডেস্ক : সেনেগালের পার্লামেন্ট আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই নিয়ে দেশটির পার্লামেন্টে তুমুল হট্টগোল হয় বলে বিবিসির এক প্রতিবেদন বলছে।
খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশটির বিরোধী এক আইনপ্রণেতা ক্ষমতাসীন নারী এমপিকে থাপ্পড় মারেন।টেলিভিশনের ভিডিও ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। এরপরই ওই সংসদের মধ্যে তোলপাড় শুরু হয়।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা বলছে, বৃহস্পতিবার বাজেট উপস্থাপনার সময় বিরোধীদলীয় এমপি মাসাতা সাম্ব দেশটিতে ক্ষমতাসীন জোট বেন্নো বোক ইয়াকারের (বিবিওয়াই) এমপি অ্যামি এনদিয়ায়ে গনিবি-এর কাছে হেঁটে যান।
এরপর কষিয়ে চড় মারেন। এর জবাবে অ্যামি একটি চেয়ার নিয়ে মাসাতা সাম্বের দিকে তেড়ে যায়। তাকে লক্ষ্য করে চেয়ারটি ছুড়েন।
এই সময়ে আরেক আইনপ্রেণেতা অ্যামিকে লাত্থি মারে এবং তাকে মেঝেতে ফেলে দেয়। বাধ্য হয়েই পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চলতি বছরের জুলাই থেকেই দেশটিতে বিরোধী ও ক্ষমতাসীন দলের এমপিদের মধ্যে চরম উত্তেজনা চলছে। ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতা হারায় এই সংকট দেখা দেয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.