নলছিটি প্রতিনিধি ॥ বিএনপির মুখে গনতন্ত্রের কথা মানায় না। জিয়াউর রহমান ও এরশাদ বন্দুকের আওয়াজ করে ক্ষমতায় এসেছিল। তাদের মুখে গনতন্ত্রের কথা শুনলে হাসিপায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম আলহাজ্ব আমির হোসেন আমু এসব কথা বলেন।
মঙ্গলবার ২৯ নভেম্বর বিকেলে মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে,এম, মাহবুবুর রহমান সেন্টুর সভাপতিত্বে জুলফিকার আলী ভূট্টো ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে যোগদান করে বক্তব্যে তিনি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বলেন। এরপূর্বে দুপুরে এমপি আমির হোসেন আমু এমপি মোল্লারহাট ইউনিয়নের খালের খালের উপর রাবার ড্যাম,পাকা সড়ক, ব্রিজ সহ গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জুলফিকার আলী ভূট্টো ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চৌধুরী সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.