মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ি ঘর ভাংচুর করে নামে খুকি মাই বেওয়া (৬৫) এক বিধবা মহিলাকে মারপিট করে আহত করা হয়েছে। আহত বিধবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার নারায়নপুর গ্রামের মৃত ইউনুছ আলীর স্ত্রী খুকি মাই বেওয়া তার শেষ সম্বল সাড়ে চার শতাংশ জায়গায় বাড়ি ঘর করে বসবাস করছিল। ওই জায়গা একই গ্রামের কাদের আলীর ছেলে মোস্তাক মিয়ার বলে গত শক্রবার বিকেল ৩টায় বিধবা খুকি মাই বেওয়াকে মোস্তাক মিয়া ও তার লোকজন মারপিট করে বাড়ি ঘর ভাংচুর করে তাকে বাড়ি ঘর থেকে বের করে দেয়। স্থানীয় লোকজন তাকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে খুকি মাই বেওয়া আরও জানান, মোস্তাক মিয়া তাকে হাসপাতালে এসে হুমকী দিয়ে গেছে। সে থানায় মামলা করতে গেলে তাকে এবার জীবনের মনে শেষ করে দিবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.