আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের এয়ারপোর্ট থানাধীন ৫নং রহমতপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড রামপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযানে খুলনা জেলার মাটিয়াখালি গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো. সাহেব আলী ও সাতক্ষীরা জেলার বসু পাড়া গ্রামের মৃত হানিফ গাইন এর মেয়ে রেহেনা বেগম (৩০)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
অপরদিকে শুক্রবার রাত ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন কলাডেমা এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় বরিশালের বিমানবন্দর এলাকার মো. ইউসুফ আলী খান এর ছেলে মো. সুজন খান (২৫)কে আটক করে।
আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেয়া এক তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.