মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে সিএনজি তল্লাশি করে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও সিএনজি চালকে আটক করেছে থানা পুলিশ।এসময় মাদক পরিবহনে ব্যবহিত সিএনজিও জব্দ করা হয়। আটক মাদক কারবারি হলেন, পৌরসভার মিতালী গুচ্ছ গ্রামের ইমান আলীর ছেলে সিএনজি চালক মোঃ ময়নুল ইসলাম (৩৬)।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌরসভার কালুপুকুর বেলতলী পুলিশ চেক পোস্টের সামনে তল্লাশির সময় ফেনসিডিল সহ চালকে আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই মোজাফফর রহমান এবং এএসআই আঃ ওহাব সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-কামদিয়া সড়কে সিএনজি টিকে থামানোর সংকেত দিলে,পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক ও তার সঙ্গে থাকা আরও একজন সিএনজি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।পুলিশ এসময় সিএনজি চালক কে আটক করে এবং অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।পরে সিএনজি তল্লাশি করে পেছনের সিটের নিচ থেকে প্লাস্টিকের মধ্যে ২৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ একজনকে আটক ও ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।অপর একজন সহযোগী সহ ২জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.