আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলা আমলে নিয়ে আদালত দশমিনা থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ওই ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে সচিবসহ ৩ জনের বিরুদ্ধে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আলাউদ্দিন সিকদার নামে ভিজিডির এক সুফলভোগীর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তবে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে বলে চেয়ারম্যানের দাবি। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন সিকদারের স্ত্রী হাসিনা বেগম ভিজিডির চাল পেয়ে আসছিলেন।
চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগের নির্দেশে তার স্ত্রীসহ অন্য সুফলভোগীদের প্রতি মাসে ৪-৫ কেজি চাল কম দেওয়া হয়।
ঘটনার দিন চলতি মাসের ৮ নভেম্বর চাল কম দেওয়ার বিষয় নিয়ে ইউপি সচিব হেলাল উদ্দীন ও মামলার ২নং আসামি মো. শামিমের সঙ্গে ওই সুফলভোগীর স্বামী আলাউদ্দিন সিকদারের কথা কাটাকাটি হয়।
পরে চেয়ারম্যানের নির্দেশে সচিবসহ শামিম নামে মামলার ২নং আসামি আলাউদ্দিন সিকদারকে মারধর করেন। মারধরের সময় মামলার অন্যতম আসামি শামিম আলাউদ্দিন সিকদারের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান বলে মামলায় বলা হয়। সেই সাথে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দেন বলে মামলায় দাবি করা হয়।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগ বলেন, আমাকে কোর্ট থেকে ফোন দিয়েছেন। মামলা হয়েছে নাকি। বাদী মিথ্যা মামলা করেছেন। আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.