বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় দিন-দুপুরে এক গৃহবধুর স্বর্নের চেইন ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। স্বর্নের চেইন ক্রয়কারী ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে আজ রোববার সকালে থানায় মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম জানান শনিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের অজিত হালদারের স্ত্রী চিনু বাড়ৈ সড়কের উপর চায়ের দোকানে বসে ছিলেন। এসময় মটরসাইকেলে করে তিন ছিনতাইকারী চিনু বাড়ৈর গলার স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের মাহাবুব খানের ছেলে আশিক খান, কালাচাঁদ খানের ছেলে সাব্বির খান, গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের আবু তালেব শিকদারের ছেলে মাহাবুব শিকদারকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশের কাছে সোর্পদ করে। এঘটনায় চিনু বাড়ৈই বাদী হয়ে থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করেন। স্বর্নের চেইন ক্রয়কারী ব্যবসায়ী ভুরঘাটা ইতি জুয়েলার্সের মালিক বিধান দত্তের ছেলে শিপনাথ দত্ত’কে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানার ওসি তদন্ত আরো জানান, এলাকাবাসী তিন ছিনতাইকারীকে আটক করে থানায় দিয়েছে। গৃহবধু বাদী হয়ে থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করলে তাদের আজ রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.