ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া সোনালী ব্যাংক শাখা থেকে মঙ্গলবার (৮নভেম্বর) দুপুরে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো, মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরকামারখালী এলাকার মৃত ফারুক ভুইয়ার ছেলে মো. ফিরোজ ভুইয়া (৩৬) একই এলাকার মৃত রশিদ খানের ছেলে সামাদ খান (৬৫) এবং মৃত জালাল ফরাজির ছেলে জয়নাল ফরাজি (৬৩)।
এসময় ভুক্তভোগী হালিমা আক্তার জানান, গত ৬ সেপ্টেম্বর ব্যাংকে থেকে ৪০ হাজার টাকা তোলেন। টাকা তোলার পরে গণনার সময় তিন প্রতারক তাঁর সাথে সখ্যতা গড়ে তুলে পুরাতন টাকার পরিবর্তন করে নতুন টাকা দিবে এমন আশ্বাস দিয়ে ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
পরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকে জানালে ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, ব্যাংকে ভিড়ের মাঝে প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়ে যায়।
শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম আকন্দ জানান, মঙ্গলবার তিনজনকে ব্যাংকের মধ্যে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পূর্বের সিসিটিভি ফুটেজের সাথে তাদের মিল থাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান, তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রটির সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ নেওয়া হবে। এদের বিরুদ্ধে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.