আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পাওয়ার গ্রিডে হামলা চালানোর কারণে ১৫ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি বলেছেন, রাশিয়ার নতুন লক্ষ্য পাওয়ার গ্রিডে হামলা চালানো। এ ধরনের হামলা চালিয়ে ইউক্রেন বাহিনীকে পরাস্ত করা যাবে না।
শনিবার (২২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ার মিসাইল কিংবা ড্রোন হামলা প্রতিহত করার শতভাগ সামর্থ্য নেই। তবে আমরা আমাদের মিত্রদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিহত করতে পারব। সে আত্মবিশ্বাস আমাদের আছে।
তিনি জানান, হামলাকারীরা জনগণকে আতঙ্কিত করা অব্যাহত রেখেছে৷ শনিবার ইউক্রেন বাহিনী হামলা চালানো ৩৬টি রকেট ভূপাতিত করেছে।
এর আগে গত ১৭ অক্টোবর রাশিয়ার হামলায় দেশটির তৃতীয় বৃহত্তম পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে। তথ্যসূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.