তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় পুর্ব শত্রুতার জের ধরে সব্জি বাগান কর্তন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে।
জানাযায়, উপজেলার দর্জিপাড়া মৌজায় বড়বিল্লা অঞ্চলে আগা ইন্ড্রাস্ট্রিজ ওন্ড কমার্স লিমিটেড ২১.২৫ একর জমি বিভিন্ন জনের কাছ থেকে ক্রয় করে ভোগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় একাধিক ব্যক্তির নিকট চুক্তি ভিত্তিক বিভিন্ন মেয়াদে লিজ প্রদান করেন আগা কর্তৃপক্ষ। তারমধ্যে দর্জিপাড়া গ্রামের খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ নামে এক ব্যক্তির নিকট ৩ একর জমি চুক্তি ভিত্তিক ৫ বছর মেয়াদের জন্য লিজ প্রদান করেন। এর মধ্যে দেড় একর জমি দখল বুঝে চাষাবাদ করে আসছে। হঠাৎ উক্ত জমির মালিকানা দাবী জনৈক আমজাদ আলী নামে এক ব্যক্তি। এ নিয়ে উভয় পক্ষে বিরোধ চলে আসছিল। এব্যপারে কোম্পানির পক্ষে লিজ গ্রহীতা খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারির জন্য আদলতে আবেদন করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে গত ৪ অক্টোবর ১৪৪ ধারা জারির আদেশ দেন। এদিকে গতকাল সকালে তৃতীয় পক্ষ দর্জিপাড়া গ্রামের হাসিবুল হক গং সুযোগ বুঝে তাদের জমি দাবী করে ১৪৪ ধারা ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে জমিতে রোপণকৃত লাউ গাছ, পেপে গাছ, বেগুন গাছ সহ বিভিন্ন প্রকারের ফলন্ত বাগান কর্তন করে জমি দখল করার চেষ্টা চালায়। এসময় লিজ গ্রহীতা খবর পেয়ে জমিতে এসে এহেন কর্মকান্ড দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে হাসিবুল গং'রা পালিয়ে যায়।
এ ব্যপারে খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বাদী হয়ে দর্জিপাড়া গ্রামের আব্দুল হকে পুত্র হাসিবুল হক ও মৃত গেদু মোহাম্মদের পুত্র আব্দুল হক নামীয়সহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.