ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বি পরিবারের ১৭বছর বয়সী অপ্রাপ্ত বয়স্ক এক ছেলের বাল্য বিবাহ বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবেকুন্নাহার।
সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীর দিন ঝালকাঠি পৌরসভাধীন বাসপট্টি চেয়ারম্যান কলোনিতে পূর্ন বয়স্ক এক মেয়ের সাথে মাত্র ১৭ বছর বয়সী এক ছেলের অবিভাবক বিয়ের আয়োজন করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে ছুটির দিন হলেও তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তারকে সাথে ছুটে যান নিয়ে ঘটনা স্থানে।
সরজমিনে গিয়ে জানতে পারেন মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেও ছেলে অপ্রাপ্ত বয়স্ক ? ঘটনা স্থলে উপস্থিত হয়ে আরো জানতে পারেন যে, ছেলের মা খুব আগ্রহ নিয়ে তার ১৭ বছর বয়সী একমাত্র ছেলের বিয়ের ব্যবস্থা করেছেন। ছেলের বয়স কম হওয়ায় অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন্নাহার সাথে সাথেই বাল্যবিবাহ বন্ধ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.