ঝালকাঠি প্রতিনিধি ॥ এক নারীর সঞ্চয়পত্র কেনার দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
রবিবার দুপুরে শহরের প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে। আটক হওয়া ঝন্টু শেখ বরিশালের কালিজিরা এলাকার আবু বক্কর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের শারমিন আক্তার নামে এক নারী দুই লাখ টাকা সঞ্চয়পত্র কেনার জন্য আসেন ঝালকাঠি শহরের প্রধান ডাকঘরে। এসময় তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই নারী চিৎকার দেয়। হাতেনাতে ছিনতাইকারী ঝন্টু শেখকে আটক করে উপস্থিত জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঝালকাঠি থানার এসআই গোতম চন্দ্র ঘোষ বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে প্রধান ডাকঘর থেকে থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.