বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি গাঁজা ও ৩০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশী অভিযান টের পেয়ে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীসহ পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে।
মামলার এজাহার থেকে জানাযায় মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে সোমবার রাত ১১টার দিকে এসআই আলী হোসেন, এএসআই সুব্রত চন্দ্র রায়, এএসআই খায়রুল ইসলাম সঙ্গিয় ফোস নিয়ে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় অভিযান চালায়। অভিযানে রত্নপুর গ্রামের সেকেন্দার আলী বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী বাদশা বেপারীকে দুটি জারে ভরা ১কজি ৪শ ১০ গ্রাম গাঁজা ও ৩০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। পুলিশী অভিযান টের পেয়ে বাদশার অপর সহযোগী ব্যবসায়ি একই গ্রামের মাজেদ হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার(৩০) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত বাদশা বেপারী ও পলাতক মিঠু হাওলাদারকে আসামী করে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-৯(২০.৯.২২)।
গ্রেতারকৃত বাদশাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। অপর পলাতক আসামী মিঠুকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন মামলার বাদী এসআই আলী হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.