আজকের ক্রাইম ডেক্স ॥ সাংহাই কোঅপারেশস অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে। উজবেকিস্তানের সমরখন্দ শহরে এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন দুই নেতা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই আলোচনায় মোদি পুতিনকে বলেছেন, ‘আমি জানি, এটা যুদ্ধের সময় নয়।
মোদির এই কথার জবাবে রুশ প্রেসিডেন্টও জানিয়েছেন, তিনি ইউক্রেন সংঘাত যতদ্রুত সম্ভব শেষ করতে চান। পুতিন বলেন, ‘আমি ইউক্রেন সংঘাত সম্পর্কে আপনাদের অবস্থান জানি, জানি আপনারা উদ্বিগ্ন। যতদ্রুত সম্ভব এই সংঘাত বন্ধে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
যদিও ইউক্রেন অভিযান ইস্যুতে এখনো ভারত সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি। বরং রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে ভারত এবং ডলারের পরিবর্তে নয়াদিল্লি ও মস্কো নিজস্ব মুদ্রায় (রুপি-রুবল) লেনদেন করার বিষয়েও একমত হয়েছে।
সূত্র : এনডিটিভি, আল-জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.