বি এম মনির হোসেনঃ-
শরিয়াতপুরের দুই ইয়াবা ডিলারসহ তিন জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।উপজেলা বাগধা ইউনিয়নের রামদেবেরপাড় মন্দির এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাজহারুল ইসলাম রামদেবেরপাড় মন্দিরের পাসের জঙ্গলে লুকিয়েছিলেন
মন্দিরের কিছু দুরেই মাদক বিক্রি করতেছিলো এ সমায় পুলিশ পরিদর্শক তদন্ত মাজহারুল ইসলাম দুজনকেই ধরে তারা হইল শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার উত্তর হরিরপাট গ্রামের মৃত.গৌরাঙ্গ পাতোরের ছেলে ইয়াবা ডিলার গোকুল পাতোর ওর সহযোগী আগৈলঝাড়া উপজেলার স্বরবাড়ি গ্রামের মনরঞ্জন রায়ের ছেলে মিলন রায় দুজনকেই আটক করে থানায় ফোন করে অফিসারদের কছে রেখে আসামি দুজনে শিকার করে এক কিলোমিটার দূরে একটি পুকুর পারে ওদের আারো একজন আছে আসামি দের কথা অনুযায়ী সেখানে গিয়ে অপর জনকে ও গ্রেফতার করে সে হলো শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার উত্তর হরিরপাট গ্রামের মাখন বাড়ৈর ছেলে ইয়াবা ডিলার সঞ্জয় বাড়ৈ।উপজেলা বাগধা ইউনিয়নের রামদেবেরপাড় মন্দির এলাকা থেকে ৪০পিচ ইয়াবা সহ মঙ্গলবার রাতে এদের তিনজনকে গ্রেফতার করেন। এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৩। গ্রেফতারকৃত তিন জনকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.