আজকের ক্রাইম ডেক্স ॥ পটুয়াখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় নিয়মিত টহল ও চেকপোস্টে তল্লাশির সময় তিন হাজার ৭৫৫ পিচ ইয়াবা বড়িসহ রুবেল সরদার (২৮) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে পায়রা সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল বাউফল সদর মুসলিম পাড়া ৪ নম্বর ওয়ার্ডের রশিদ সরদারের ছেলে।
জানা গেছে, দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) সাকায়েত, এসআই রাজিব, ইব্রাহীম ও অন্যান্য সংগীয় ফোর্সসহ লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন।
তল্লাশি চালিয়ে রুবেলের কাছে ইয়াবা পেলে তাকে আটক করা হয়। এসময় রুবেলের কাছ থেকে তিন হাজার ৭৫৫ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.