উজিরপুর প্রতিনিধি ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শোলক দামোদরকাঠী গ্রামে মাদ্রাসায় পড়–য়া ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে রাজমিস্ত্রী লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি আবুল বাশার সরদারের মেয়ে মাদ্রাসায় পড়–য়া ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে লাপাত্তা হয়েছে পাশ্ববর্তী জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের আঃ রব সরদারের ছেলে রাজমিস্ত্রী মিঠু সরদার(২৫)।
৩০ আগষ্ট সকালে ওই ছাত্রী নানা বাড়ী বোহরকাঠীর উদ্দেশ্যে রওয়না হলে তাকে ফুসলিয়ে মিঠু নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে ছাত্রীর পিতা লোকলজ্জায় বিষয়টিকে এরিয়ে যান।
স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন রাজমিস্ত্রী মিঠুর সাথে ওই ছাত্রীর ৬মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দুজনে উধাও হয়ে যায়। এরপর দুইদিন পড়ে তাদের খোঁজ পেয়ে ওই ছাত্রীর নিকট আত্মীয় বোহরকাঠী গ্রামের বাচ্চু মোল্লার সেল্টারে বাল্য বিবাহের পায়তারা চালায়।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে বাল্য বিবাহের প্রতিরোধের দাবীতে সচেতন মহল প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান বিষয়টি মহিলা অধিদপ্তর ও ইউএনও আমাদেরকে অবহিত করলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জানান তদন্ত সাপেক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.