আজকের ক্রাইম ডেক্স ॥ স্ত্রীকে খুন করে মসজিদের ইমামের কাছে ‘বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাবিজ নিতে গিয়েছিলেন খুনি লালচাঁদ মোল্লা (৪০) নামের এক ব্যক্তি।
রোববার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গা সাগর দিঘি সংলগ্ন মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, লালচাঁদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি ওই এলাকার মৃত হাসান মোল্লার ছেলে। এর আগে শনিবার (২৭ আগস্ট) বিকেলে গাজীপুরে একটি তালাবদ্ধ রুম থেকে মোছা. রিনা খাতুন (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বিভিন্ন আলামতে পুলিশ প্রাথমিকভাবে রিনা খাতুনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করে। নিহত রিনা লালচাঁদ মোল্লার স্ত্রী।
লালচাঁদকে গ্রেফতারের পর ‘পারিবারিক কলহের জেরে’ এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশকে জানিয়েছে তিনি। বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই মসজিদের ইমামের কাছ থেকে তাবিজ নেওয়ার সময় বরিশালের সিআইডি পুলিশের হাতে ধরা পড়ে ঘাতক লালচাঁদ। সিআইডির বরিশাল জেলা ও মেট্রো শাখার এসআই আবুল কালাম জানান, গ্রেফতার লালচাঁদ গাজীপুর নগরীর কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন।
সেই বাসা থেকে শনিবার বিকেলে রিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। রিনা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আন্দারকোঠা পাড়া এলাকার গেদু শেখের মেয়ে। এদিকে স্ত্রীর মরদেহ উদ্ধারের আগ থেকেই উধাও হন লালচাঁদ। সিআইডির অভিযানিক দলের সদস্য আকিদুর রহমান জানান, লালচাঁদ এক সময় মাধবপাশা এলাকায় বাদশা সর্দারের গরুর ফার্মে চাকরি করত। শনিবার রাতে ফার্মের পাশের একটি ঘরে আসে সে। রাতে ওই ঘরেই ছিল।
রোববার দিনভর এদিক-সেদিক ঘোরাঘুরি করে। দুর্গা সাগর সংলগ্ন একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে ইমামের কাছে গিয়ে বিপদ-আপদ থেকে রক্ষার তাবিজ ও দোয়া চান। এ সময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সিআইডির এলআইসি শাখা তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। পরে তাকে গ্রেফতারের জন্য সিআইডির বরিশাল মেট্রো ও জেলা শাখাকে দায়িত্ব দেয়। দায়িত্ব পেয়ে পরিদর্শক নুরুল আলম তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানিক দলের সদস্যরা লালচাঁদের বরাত দিয়ে জানান, শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে স্ত্রী রিনাকে সজোরে লাথি দিয়ে ঘরের দরজার বাইরে থেকে ছিটকানি আটকে বের হয়ে যায় লালচাঁদ। কিছুক্ষণ পর সে ঘরে ফিরে এসে দেখতে পায় স্ত্রীর মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়ে আছে। রিনা মারা গেছেন, বুঝতে পেরে লালচাঁদ পালিয়ে বরিশাল চলে আসে। তবে বরিশালে এসেও তার রক্ষা হলো না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.