রোববার (১৪ আগস্ট) দুপুর থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মোহাম্মদ আকরাম এলাহী এক রোগীকে চড়-থাপ্পড়সহ লাথি মারছেন। দুই পা জড়িয়ে ধরার পরও ওই রোগীকে বেধড়ক মারধর করে ধমকাচ্ছেন তিনি। তবে সংবাদটি লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে চিকিৎসক আকরাম এলাহী বলেন, আমার সহকারীর গায়ে হাত তোলার পর আমি তাকে মারধর করছি। এতে আমার দোষ কোথায়?
চিকিৎসক আকরাম এলাহীর সহকারী আতাউর রহমান বলেন, আমি অসুস্থ। ওই লোক আমাকে থাপ্পড় মেরেছে। তারপরও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ওই রোগী এখনও কোনো অভিযোগ করেননি। তবে আমি শুনেছি ওই ঘটনাটি নাকি মিমাংসা হয়ে গেছে।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আমি ভিডিওটা দেখিনি, দেখব। যদি রোগীকে মারধর করে থাকে তাহলে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.