আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক এক যুবক। শনিবার (১৩আগস্ট) বিকেলবেলা বরিশাল সদর উপজেলার চারকাউয়া বড়ই তলা থেকে রনি(২৩) ওরফে ছট্টু নামের এক যুবককে আটক করেছে বন্দর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে পাচঁ কেজি গাঁজা ও একশত সত্তর পিচ ইয়াবা উদ্ধার করেন তারা।
বন্দর থানা পুলিশের এএসআই সুমন হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকাউয়া ইউনিয়েনর বড়ই তলা এলাকায় বিকেল চারটার দিকে অভিযান চালায় তারা। এসময় ঐ এলাকার জাহাঙ্গীরের ছেলে রনিকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক করেন তারা।
মাদক উদ্ধার অভিযানে অংশ নেয় বন্দর থানা পুলিশের সাব ইন্সপেক্টর সামছুল, সাব ইন্সপেক্টর রাফসান, এএসআই সুমন হাওলাদারসহ ৭/৮ জনের একটি দল। এঘটনায় বাদী হয়ে বন্দর থানায় আসামী রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন উপ পুলিশ পরিদর্শক (এস আই) রাফসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, পাচঁ কেজি গাঁজা ও একশো সত্তর পিস ইয়াবাসহ রনি নামের এক যুবককে আটক করেছি। তিনি আরো বলেন তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে আগামিকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.