ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি বরিশাল মহাসড়কে ভৈরবপাশা বাজারে সুজন ব্যাটারি হাউস থেকে সুজনকে মারধর করে প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। সুজন (২৫) এলাকার লিটনের ছেলে।শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
সুজন জানায়, রাত তিনটার দিকে আমি দোকানে শুয়ে ছিলাম দোকানের শাটার কেটে ডাকাত দল দোকানে প্রবেশ করে আমাকে জিআই পাইপ দিয়ে মারধর করে । এবং কাঁতা চাপা দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে।
আমার দোকান থেকে ৩৮ থেকে ৪০ টি অটো রিক্সার ব্যাটারি ও আমার মোবাইল ফোন নিয়ে গেছে। ডাকাত দলে ছয় থেকে সাতজন লোক ছিল সকলের মুখে মাস্কপড়া ছিল।
ব্যাটারিগুলো দোকান থেকে বাহির করে বুলু রং এর একটি পিকআপে উঠিয়ে ঝালকাঠির দিকে চলে আসছে আমি দেখেছি। আমার দোকানে পাঁচটি সিসি ক্যামেরা ছিল সব ক্যামেরার মেমোরি কার্ড ও হার্ডডিক্স ডাকাত দল নিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.