সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় আব্দুল মালেক(৫০)নামের এক মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।গ্রেফতারকৃতদের বুধবার(১০ আগস্ট)দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।এর আগে মঙ্গলবার(৯ আগস্ট)দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই আখতারুজ্জামান ও প্রদীপ রায়ের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ময়দানের ডাঙ্গা নামক এলাকার নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত মালেককে গ্রেফতার করতে সক্ষম হন।সে ওই গ্রামের মৃত, রহিম উদ্দিনের ছেলে।মামলা সুত্রে জানা গেছে,এস/সি ২২৫/১৯ এর একটি মামলায় নীলফামারী জেলা যুগ্ন দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল মালেককে ১৪/৬/২০২২ইং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার ৭শ ৬০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।রায়ের পর থেকে আত্মগোপনে ছিলেন মালেক।অপরদিকে একইদিনে দিবাগত রাত ১টার সময় সিআর ১৫০/১৯ এর মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মজিমুদ্দিনের ছেলে নেয়ামত আলী(৪০)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.