আজকের ক্রাইম ডেক্স : পিরোজপুরের কাউখালীতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার বদরপুর গ্রামের সামসুল হক রাঢ়ীর ছেলে শহিদুল ইসলাম রাঢ়ী (৩৮), পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার গুয়াটন গ্রামের ইমন আলীর ছেলে রাকিব হোসেন (২৩), একই গ্রামের আমজোদ আলী তালুকদারের ছেলে চুন্নূ তালুকদার (৪০)।
জানা গেছে, গত সোমবার গভীর রাতে থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর গ্রামের শহীদুল ইসলাম তাওহিদের বাড়ি তল্লাশি করে।
এ সময় তার রান্না ঘরের পাটাতনের লাকরীর ভেতর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। শহীদুলের দেওয়া তথ্য মতে মোবাইল ট্র্যাকিং করে চুন্নু এবং রাকিবকে রাতেই গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বনি আমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের নামে মঙ্গলবার কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.