আজকের ক্রাইম ডেক্স
জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগে বরিশালে দুটি ফিলিং স্টেশন থেকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় দুটি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় পরিমাপে কম দেওয়ার অপরাধে হাজী ইসরাইল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং কলেজ রোড ফিলিং স্টেশন থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। দুটি ফিলিং স্টেশনে ৫ লিটার পেট্রোল ও অকটেন পরিমাপ করে ৩০০ মিলিলিটার কম পান কর্মকর্তারা। পরিমাপে কম দেওয়ায় তাদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিমের নেতৃত্বে অভিযানে সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক রাসেল শিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.