অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাজারের একটি মুদি দোকানে বিক্রির সময় টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জোড়ামতল কাঁচাবাজারে অভিযান চালিয়ে মাসুদ স্টোর থেকে দুই লিটারের ১ হাজার বোতল সয়াবিন তেল এবং ২ লিটার তেলের ১০০ খালি বোতল উদ্ধার করা হয়।
এ সময় দোকানের মালিক মাসুদ রানাকে ২০ হাজার টাকা এবং ১ মাসের জেল দেওয়া হয়। এছাড়া অভিযানের খবর পেয়ে মোবাইল ফোনে দোকানদার মাসুদকে পালিয়ে যেতে বলায় রুবেল নামের আরেক দোকানিকে আটক করে তাকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, টিসিবির (সরকারি ভর্তুকির নিত্যপ্রয়োজনীয় পণ্য) দুই লিটারের বোতল অবৈধভাবে মজুত করে দোকানে বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যায় অভিযানে গেলে দোকানি দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটকের পর দোকানের মালিক মাসুদ বলেন, নগরীর সিটি গেট এলাকার এক ব্যক্তি থেকে সে টিসিবির তেল ক্রয় করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জোড়ামতলের কাঁচাবাজারে একটি মুদি দোকানে অবৈধভাবে টিসিবির তেল মজুত করে বিক্রির খবর পেয়ে অভিযানকালে ২ কেজি ওজনের ১ হাজার বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের জরিমানা ও সাজা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.