মোঃ গোলাম রাব্বানী
ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বনাম উপজেলা সাংবাদিকবৃন্দের মধ্যে এ খেলার আয়োজন করা হয়।
খেলায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান,ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম,কৃষি কর্মকর্তা সেকেন্দার আলি, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বেলায়েত হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়াঙ্গনের এক অগ্রসৈনিক ছিলেন। তার জন্মদিনে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.