আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের পশ্চিম পাশে শ্রীমন্তন নদীর পারে এ ঘটনা ঘটে।
আহত মোমেন গোলদার (১৪) উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের মামুন গোলদারের ছেলে এবং নেছার উদ্দিন (১৪) একই ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের শাহ আলম বয়াতির ছেলে।
আহত ও স্কুল ছাত্রদের কাছ থেকে জানা যায়, অষ্টম শ্রেণীর ছাত্র মোমেন ও নেছার প্রাইভেট শেষ করে নদীর পাড়ে বসে। এ সময় একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সজল অধিকারী (১৬) এসে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। এ সময় তারা সরে না গেলে প্রথমে নেছারকে কিল ঘুসি দেয়।
এতে নেছার আহত হয়ে মাটিতে পড়ে যায়। মোমেন নেছার মারার কারণ জানতে চাইলে অতর্কিতভাবে পাশে থাকা লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন সে। এ সময় ডাক-চিৎকারে স্কুলের ছাত্ররা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
মোমেনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।অভিযুক্ত সজল অধিকারী মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের বিপুল অধিকারীর ছেলে ও মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইন অনুব্যয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.