আজকের ক্রাইম ডেক্স ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া বাজারে অভিযান চালিয়ে এক ভুয়া নারী ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় ঐ বাজারের সান্তনা ডায়াগনস্টিক সেন্টারের মেডিক্যাল নামের একটি ল্যাব থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুয়া নারী ডাক্তারকে এক লাখ জরিমানা করা হয়েছে।
গ্রেফতারকৃত মুনতাকা ডিলশান (ঝুমা) সান্তনা ডায়াগনস্টিকের স্বত্তাধিকারি মারুফের ভাইয়ের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী। তিনি বলেন, উলানিয়া বাজারে সান্তনা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মে গত দেড়মাস আগে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেয়া হয়। এমতাবস্থায় ডায়গনস্টিকের পাশেই একটি স্থানে ডায়াবেটিস সেন্টারের নিয়োগকৃত ভূয়া প্যারামেডিকেল সার্টিফিকেট নিয়ে মেডিকেল অফিসার নাম দিয়ে প্রেসকিপশন করে রোগী দেখে আসছে মুনতাকা ডিলশান ঝুমা।
নিবাহী কর্মকর্তা বলেন, এ তথ্য জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে মুনতাকা ডিলশান ঝুমাকে গ্রেফতার করা হয়। পরবর্তিতে এ কাজ থেকে বিরত থাকবে মর্মে প্রতিজ্ঞা করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমরুল্লাহ সহযোগিতা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.