নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর একতলা লঞ্চঘাট এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। গ্রেফতারকৃত হল, নগরীর ৫ নং ওয়ার্ড ৪ নং পলাশপুরের ঘেরের পাড় এলাকার মোসলেস মিয়ার বাসার ভাড়াটিয়া মো. আবুল কালাম শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর একতলা লঞ্চঘাটের পল্টনের উপর মো. আবু বক্করের চা-বিস্কুটের টং দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. রিয়াজ শেখ (ভাসমান) কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.