বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর ও নগদ অর্থ লুটপাট এবং দুই জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের আব্দুর রব সরদারের বাড়িতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় আহতরা হচ্ছেন, আব্দুর রব সরদার(৬৫) ও একই বাড়ির মনির হোসেন।
আহত মনির হোসেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্দুর রব সরদারের পরিবার ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে,
শুক্রবার সকাল ১১ টায় হারুনের ভাগিনী সালমা আক্তারের ছেলে মিরাজুল ইসলাম( ৭) এর সাথে প্রতিবেশী অনিক (৮) নামের এক শিশুর সাথে খেলারছলে একে অপরের সাথে ঝগড়া লাগে।
এমন সময় আব্দুর রব সরদারের ছেলে রাকিব শিশু দুটিকে শাসিয়ে আলাদা করে দেন। পরে মিরাজুলের মা সালমা আক্তার ঘটনাস্থলে গিয়ে তার ৭ বছরের ছেলে কে কান্না করতে দেখে রাকিবের উপর ক্ষীপ্ত হন। পরে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিবের পরিবার ও সালমা আক্তারের হাতাহাতির ঘটনা ঘটে। এমন সময় প্রতিবেশীরা দুই পক্ষকেই আলাদা করে দেন। এমনকি স্থানীয় ইউপি সদস্য এসে শালিসমিমাংসা আশ্বাস দিয়ে উভয় কে শান্ত থাকার পরামর্শ দিয়ে যান। কিন্তু সালমা আক্তার ঢাকায় অবস্থানরত তার ছেলে ও আত্নীয়দের খবর দেন। পরে তারা ঢাকা থেকে এসে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সালমার মামা হারুনের নেতৃত্বে ইমন, ইলিয়াস, সমির, সালমা, কাজল ও তার ছেলে হৃদয় আব্দুর রব সরদারের ঘরে অতর্কিত হামলা চালিয়ে ঘর ভাংচুর ও ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুর রব সরদারের স্ত্রী মোসাঃ রাশিদা বেগম জানান, একই বাড়ির হারুন ও তার সহযোগীরা শনিবার রাতে তার বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে ঘর ভাংচুর করেন এবং ঘরে থাকা নগদ ৩ লক্ষ ২২ হাজার টাকা ও তিনভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এছাড়াও তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্যে ইলিয়াস বহুদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে আসছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তারা কাউকেই পরোয়া করে না।
এ ঘটনায় ওই রাতেই আব্দুর রব সরদারের পরিবার বাবুগঞ্জ থানা পুলিশ কে অবহিত করেন। খবর শুনে বাবুগঞ্জ থানার এসআই মোঃ হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার প্রতক্ষদর্শী মোঃ নূরে আলম বেপারী ও প্রতিবেশী খাদিজা আক্তার বলেন, রাতে হটাৎ ঘর পিটানোর শব্দ শুনে ছুটে আসি। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে একজনের ঘর ভাংচুর করা মোটেও ঠিক হয়নি। তাদেরকে বাঁধা দেয়ার চেষ্টা করা হলেও তারা উত্তেজিত হয়ে ঘর ভাংচুর করে।
এমনকি শনিবার সকালে হারুনের ভাগিনা মোঃ মনির হোসেন হারুনের পক্ষে না আসায় মনির হোসেনকেও মারধর করেন।
বিবাদীরা অাত্নগোপন থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে হারুনের ভাগিনী সালমা আক্তার জানান, তার শিশু ছেলেকে মারধর করায় তিনি ক্ষীপ্ত হলে আব্দুর রব সরদার তাকে লাঠি দিয়ে আঘাত করলে তিনিও রব সরদারের দিকে একটি লাঠি ছুড়ে মারলে তাতে রব সরদারের মাথায় আঘাত লাগার কথা স্বীকার করেন সালমা আক্তার।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মুসা আলী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। দুই পক্ষের লোকজনদের স্থানীয়ভাবে শালিস মিমাংসা করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
বাবুগঞ্জ থানা পরিদর্শক মোঃ অলিউল ইসলাম জানান, কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.