বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।
সোমবার বিকালে উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, মোঃ মান্নান মাস্টার, মোঃ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর কবির, সহকারী শিক্ষা অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদ, মোঃ রেজাউল করিম, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, মোঃ মোক্তার হোসেন প্রমূখ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উত্তার রাকুদিয়া বনাম হাদিবাসকাঠী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় উত্তার রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হাদিবাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হন।অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মধ্য ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় মধ্য ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হন।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ও রানারআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.