অনলাইন ডেস্ক
সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে প্রায় ২৭ ঘণ্টা একটানা জেরার পরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে।
সাবেক এ শিক্ষামন্ত্রীকে শনিবার আদালতে তোলা হবে।
এদিকে গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও। তার বাড়ি থেকে বুধবার উদ্ধার করা হয় নগদ প্রায় ২১ কোটি রুপি ও প্রায় ৫০ লাখ রুপির স্বর্ণ।
জানা যায়, সিজিও কমপ্লেক্সে আনার পর মেডিকেল করা হবে তাদের। এরপর তোলা হবে আদালতে।
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে রিমান্ডে চাওয়া হবে তাদের।
কলকাতায় তদন্ত ও জিজ্ঞাসাবাদে সমস্যা হলে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.