আজকের ক্রাইম ডেক্স : বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগ সহসভাপতি নাইজুর রহমান নয়নের (২৩) বিরুদ্ধে এক বৃদ্ধ ও তার ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।
আমতলী থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের হাবিবুল্লাহ চৌকিদারের স্ত্রীর সঙ্গে নাইজুর রহমান নয়নের পরকীয়া সম্পর্ক রয়েছে। এর জেরে সম্প্রতি হাবিবুল্লাহর স্ত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর গত ১৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে পরকীয়া প্রেমিক নয়ন ও তার লোকজন রাস্তায় একা পেয়ে পরকীয়া প্রেমিকার স্বামী হাবিবুল্লাহ ও তার পিতা ওমর আলীকে মারধর করে। এ সময় ওমর আলীর কাছে মেয়ের বিবাহের জন্য কেনাকাটা করার জন্য থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়।
ওই ঘটনায় বৃদ্ধ ওমর আলী ছাত্রলীগ নেতা মো. নয়ন (২৩), রাসেল (২৫), সাইফুল ইসলাম (২৪), আলিফসহ (২৪) অজ্ঞাত আরও কয়েকজনের নামে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নয়নের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম বলেন, ওই দিনের ঘটনা আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি।
অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নয়নের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমতলী থানার ওসি (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.