আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিলাসবহুল প্যালেস এখন বিক্ষোভকারীদের দখলে। অন্যদিকে প্যালেস ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপরই প্রসাদের সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেন সাধারণ জনতা।
প্রেসিডেন্টের বিছানা, সোফা, জিম, সুইমিংপুল, শয়নকক্ষ, রান্নাঘর সব কিছুই এখন জনতার দখলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে প্রেসিডেন্ট ভবনের ভেতরে দেখা গেছে বিক্ষোভকারীদের নানা মজার মজার কার্যকলাপ।
কাউকে দেখা গেছে প্রেসিডেন্টের বিছানায় রেসলিং খেলতে। আবার কেউ আছেন শুয়ে। আবার কেউ কেউ দামি চেয়ারে বসে তাস খেলায় মগ্ন।
শুধু তাই নয়, প্রেসিডেন্ট ভবনের টেলিভিশনে নিজেদের বিক্ষোভের লাইভ দেখছেন আন্দোলনকারীরা। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে অনলাইনে।
ছবিতে দেখা যায়, একদল পুরুষ প্রেসিডেন্ট প্রাসাদের মেঝেতে শুয়ে আছেন। তারা মূলত টেলিভিশনে লাইভে নিজেদের বিক্ষোভের ব্রেকিং নিউজ দেখছিলেন।
‘এনিথিং ইজ পসিবল’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়। টুইটে লেখা ছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে টিভিতে তাদের বিক্ষোভ দেখছেন আন্দোলনকারীরা।
এছাড়া একজন বিক্ষোভাকারীকে দেখা গেছে প্রেসিডেন্ট প্রাসাদের ডাইনিং রুমে বসে দুপুরের আহার করতে। তাও তিনি নিজে একা নন, পরিবারসহ। আবার কেউ কেউ মনের সুখে জিমে করছেন ব্যায়াম।
দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তাতেও শান্ত হয়নি পরিস্থিতি।
সবশেষ ৯ জুলাই রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়েন হাজার হাজার বিক্ষোভকারী। অগত্যা বাধা দেওয়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছু হটে। কারণ এমন পরিস্থিতিতে গুলি চালালে পাখির মতো মারা যাবে মানুষ।
এদিকে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা জানিয়েছেন, ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে জানান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত প্রাসাদ ছেড়ে যাবেন না তারা।
স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে দেশটির সাধারণ মানুষের।
খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.