অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোদি বলেন, দুই দেশের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে এ উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেওয়ার গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আমাদের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদারে আমাদের শেয়ার করা অঙ্গীকার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি। এর মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে নয়াদিল্লিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানান নরেন্দ্র মোদি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.