শামীম আহমেদ \ মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জের ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে।
এরইমধ্যে ছাত্রলীগের এ নেতাকে এ বিষয়ে কারণ দর্শনের নোটিশ দিয়েছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মোঃ হাবিবুর রহমান বাকেরগঞ্জ ইউনিয়নের কলসকাঠী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
নোটিশ সূত্রে জানাগেছে, মোঃ হাবিবুর রহমান এমপি মমতাজ বেগম সম্পর্কে ফেইসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছে। যা দলের ভাবমূর্তি নষ্ট করার সামিল হওয়ায় বিষয়টি উপজেলা ছাত্রলীগের নজরে আসে।
এ অবস্থায় গত বৃহস্পতিবার মো. হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে কেন বহিষ্কার করা হবে না তার কারণ দর্শনের নোটিশ দেয় উপজেলা ছাত্রলীগ। অন্যথায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হযেছে।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, এ ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি খর্ব হয়েছে। ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কেন এ ধরনে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তা জানতে চাওয়া হয়েছে। যথাযথ কারণ না দেখাতে পারলে তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.