আজকের ক্রাইম ডেক্স : পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার করায় ৩টি ট্রাক ও সেগুলোর চালকদেরকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা অভিমুখের সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মামুন, রাজীব হোসেন ও মো. আলমগীর।
পেশায় তারা তিনজনই ট্রাক চালক। ট্রাকে করে মোটরসাইকেল পারাপার করার কারণে ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে অর্থদণ্ড প্রদান করেন তারা। মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ জানান, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা বিপদজনকভাবে মোটরসাইকেল পারাপার করছিল।
এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে। আটককৃত তিনজনকে ৩-৫হাজার টাকার জরিমানা করা হয়েছে। পদ্মা সেতুতে অবৈধভাবে কোনো যানবাহন যেনো চলাচল করতে না পারে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.