আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ দেওয়ার নামে টাকা দাবি করে ফোন করছে একটি প্রতারক চক্র।
সোমবার সকালে ওই প্রতারকচক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে ফোন করে টাকা দাবি করে।
এ ঘটনায় সোমবার সকালেই সতর্ক থাকতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজল চন্দ্র শীল তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ইউএনও বাকেরগঞ্জ সজল’ থেকে একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া তিনি এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় মৌখিকভাবে জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল জানান, আজ (সোমবার) সকালে কয়েকজন প্রধান শিক্ষক তাকে ফোন করার বিষয়টি জানান। এর পর তিনি নিশ্চিত হন যে, তার মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.