অনলাইন ডেস্ক
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে গেল কয়েকদিন থেকে আলোচনা-সমালোচনার কমতি ছিল না। সংসার ভাঙা, জায়েদ-সানী দ্বন্দ্ব নিয়ে সরব ছিল শোবিজ অঙ্গন। তবে এসব খবর এখন পুরনো।
এবার নতুন খবর এলো মৌসুমীকে নিয়ে। রোববার (১৯ জুন) রাতে প্রকাশ পেয়েছে মৌসুমী অভিনীত ‘ভাঙন’ সিনেমার অফিসিয়াল পোস্টার। চলতি বছরে মুক্তি দেয়ার প্রস্তুতি নিয়েছেন সিনেমাটির নির্মাতা। এমনই তথ্য জানিয়েছেন সময় সংবাদকে।
পোস্টারে দেখা গেছে, মৌসুমী ও ফজলুর রহমান বাবুকে। এতে মৌসুমীকে দেখা গেছে মাথায় একটি ঝুড়ি নিয়ে হাঁটছেন। আর বাবু বাজাচ্ছেন বাঁশি।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমাটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন, খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। এর গল্পে দেখানো হয়েছে, হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন প্রান্তিক ও ছিন্নমূল মানুষের জীবনচিত্র।
সিনেমাটিতে মৌসুমী-বাবু ছাড়াও আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও প্রাণ রায় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.