বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। ভোটাররা ভোট কেন্দ্র গিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছে। ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশী দেখা গেছে।
উপজেলার চাদঁপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা।
চাদঁপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় সময় মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। মহিলা ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারদেরকেও দেখা যায়। ওই ওয়ার্ডে ২হাজার ৩শত ১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১১৪৮জন ও পুরুষ ভোটার রয়েছেন ১১৬৮জন। ভোট কেন্দ্র ১৫জন আনসার সদস্য ও ১২জন করে পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।
এছাড়া কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক থাকবেন।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার চাদঁপাশা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। কোথায়ও আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মিজানুর রহমান। ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিত ছিল সন্তোষ জনক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.